Tuesday 18 June 2013

FOOTPATH


" ফুটপাত "


কোলাহল আর জনসমুদ্রে ভরা শহর 
দিবারাত্রি অফুরান গাড়িঘোড়ার মহর ,
সময়ের সাথে নতুনের আহ্বান 
পুরাতনের বিদায় - আগামীর জয়গান ।


কত লোক আসে কত যায় চলে -
কেউ বা মনে রাখে কেউ যায় ভুলে।
যাকে হেয় করে মানুষের যাতায়াত ;
সময় এগোলেও থেকে যায় ফুটপাত।


হাজারো স্মৃতি তাকে ঘিরে -
নিজের বাঁধনে সে শহরকে রাখে মুড়ে ,
রয়েছে তাতে অগনিত হা-ঘরের বাস ;
একটু খাবার আর একটু পাওয়ার আশ্বাস ।


দিনান্তের রুজিই পরিবারের সার ,
ছিন্নবস্ত্র পরিধান- বাসী পচা আহার ।
একটু খাবার -তাতেই একাধিকের মাপ ,
খোলা আকাশে রোদ-বৃষ্টিই  অভিশাপ ।


ভারসাম্যহীন সমাজে এরা অসহায় জন 
 নিষ্ঠুর নিয়ম কি ভাঙ্গতে পারে কোনো মন ?
শহর দেয় শুধু সময়ের সাথ ;
সবকিছু হারালেও রয়ে যায় সেই ফুটপাত ।




                                                                     
                                                                                           ..............সৌমেন দে 
                                                                                              ..........  16th Feb ,2008

4 comments: